ফাগুনের হাওয়া
১৯/০২/২০১৯
সময় - দুপুর ১২টা
-----------------------
ফাগুনের নরম হাওয়া,
বসন্তের রাতে!
ছড়িয়ে পড়ুক,
তোমার মুখের 'পরে!!
১৯/০২/২০১৯
সময় - দুপুর ১২টা
-----------------------
ফাগুনের নরম হাওয়া,
বসন্তের রাতে!
ছড়িয়ে পড়ুক,
তোমার মুখের 'পরে!!
তোমার চোখের
নরম আলো,
ছড়িয়ে পড়ুক;
আমার মুখের 'পরে!!
নরম আলো,
ছড়িয়ে পড়ুক;
আমার মুখের 'পরে!!
স্বপ্নগুলোকে ধুয়ে নেবো
নরম আলোর স্রোতে
তুমি শুধু চাঁদ হয়ে
থেকো আমার সাথে!!
নরম আলোর স্রোতে
তুমি শুধু চাঁদ হয়ে
থেকো আমার সাথে!!
আমার মনের কষ্ট
থাকবে না কোনও দিন
যদি তোমার কাজল কালো চোখ
আমার দিকে চেয়ে থাকে চিরদিন!!
থাকবে না কোনও দিন
যদি তোমার কাজল কালো চোখ
আমার দিকে চেয়ে থাকে চিরদিন!!
আমি থাকবো নীরব, নিস্তব্ধ
ভালোবাসার কাঙ্গাল হয়ে!!
ভালোবাসার কাঙ্গাল হয়ে!!
ফুল যখন শুকিয়ে যাবে
ভালোবাসা তখনও থাকবে সাথে,
আমার মনের গভীরে!!
আমি থাকবো বসে, তোমার অপেক্ষায়,
তোমার শয্যা পাশে!!
ভালোবাসা তখনও থাকবে সাথে,
আমার মনের গভীরে!!
আমি থাকবো বসে, তোমার অপেক্ষায়,
তোমার শয্যা পাশে!!
No comments:
Post a Comment