আমার বাবা
১৫/০২/২০১৯
সময় - বিকেল ৩.১৫ মিনিট
----------------------------------
বাবা, আজ সকালে,
ইচ্ছে ছিল
তোমার কাঁধে চরি।
মাঠে গিয়ে,
তোমার সাথে একটুখানি খেলি।
ইস্কুলেতে পড়তে গিয়ে,
তোমার কথা ভাবি।
বাড়ি গিয়ে সবাই যখন,
বাবার কোলে উঠবে,
খেলবে বাবার সাথে।
আমি তখন একলা ঘরে,
শুধাবো আমার মা'কে,
"মা মা বাবা আসবে কবে?"
মা তখন, পিছন ফিরে,
নিজের দু'চোখ মুছবে,
আর বলবে,
"তোর বাবা তো আর আসবে না ফিরে,
আমাদের এই ঘরে।
বাবা এখন আছে,
আমাদের থেকে অনেক অনেক দূরে।"
আমি তখন ভাববো বসে,
সত্যি কি কক্ষনো আমার বাবা আসবে না ফিরে,
আমাদের এই ভাঙা মাটির ঘরে।
বাবা এখন আছে,
সেই তারাদের দেশে,
আমার দিকে তাকিয়ে আছে,
মুখে মুচকি হেসে।
আমিও যখন হবো বড়,
যাবো সীমান্তের দেশে,
খুব মারবো, সেই লোকটাকে,
যে আমার বাবাকে পাঠিয়েছে,
ওই তারাদের দেশে।
সময় - বিকেল ৩.১৫ মিনিট
----------------------------------
বাবা, আজ সকালে,
ইচ্ছে ছিল
তোমার কাঁধে চরি।
মাঠে গিয়ে,
তোমার সাথে একটুখানি খেলি।
ইস্কুলেতে পড়তে গিয়ে,
তোমার কথা ভাবি।
বাড়ি গিয়ে সবাই যখন,
বাবার কোলে উঠবে,
খেলবে বাবার সাথে।
আমি তখন একলা ঘরে,
শুধাবো আমার মা'কে,
"মা মা বাবা আসবে কবে?"
মা তখন, পিছন ফিরে,
নিজের দু'চোখ মুছবে,
আর বলবে,
"তোর বাবা তো আর আসবে না ফিরে,
আমাদের এই ঘরে।
বাবা এখন আছে,
আমাদের থেকে অনেক অনেক দূরে।"
আমি তখন ভাববো বসে,
সত্যি কি কক্ষনো আমার বাবা আসবে না ফিরে,
আমাদের এই ভাঙা মাটির ঘরে।
বাবা এখন আছে,
সেই তারাদের দেশে,
আমার দিকে তাকিয়ে আছে,
মুখে মুচকি হেসে।
আমিও যখন হবো বড়,
যাবো সীমান্তের দেশে,
খুব মারবো, সেই লোকটাকে,
যে আমার বাবাকে পাঠিয়েছে,
ওই তারাদের দেশে।
No comments:
Post a Comment