আমার তুমি
১৮|০২|২০১৯
সময় :: রাত ১১টা
সময় :: রাত ১১টা
-----------------------------------------
ইচ্ছে ছিলো,
আজ বিকেলে তোমার কাছে যাই।
নদীর পারে বসে,
একান্তে দুজনে সময় কাটাই।
তোমার কাঁধে থাকবে আমার মাথা,
আর হাত থাকবে হাতের উপর।
আমি গাইবো গুনগুন করে,
তুমিও দেবে সুরের টান।
ইচ্ছে ছিলো,
আজ বিকেলে তোমার কাছে যাই।
নদীর পারে বসে,
একান্তে দুজনে সময় কাটাই।
তোমার কাঁধে থাকবে আমার মাথা,
আর হাত থাকবে হাতের উপর।
আমি গাইবো গুনগুন করে,
তুমিও দেবে সুরের টান।
ইচ্ছে হলো,
আজ তোমার সাথে অনেক দুরে যাই।
দুজন দুজনাতে হারাই।
আজ তোমার সাথে অনেক দুরে যাই।
দুজন দুজনাতে হারাই।
কিন্তু একটা ফোন,
উল্টে দিলো সব,
মনের ভেতর হা হা কার রব।
তুমি আসবে, গাড়ীতে চেপে,
রাজার মতো।
দুর থেকে দেখবো শুধু,
মনের ভেতর কি যে যন্ত্রনা,
তা বোঝাতে পারবো না।
তুমি তো আসবে,
লোকের কাঁধে চেপে,
আবার চলেও যাবে,
রাজার মতো,
আমায় একলা করে।
আমি থাকবো তোমার অপেক্ষায়,
নদীর পারে বসে,
ভ্যালেন্টাইন ডের বিকেলে।
বসে বসে ভাববো,
আমায় কেনো ফাঁকি দিলে?
চোখের জলে ভাসিয়ে,
রাজার মতো চলে গেলে।
শুন্যপানে চেয়ে থাকি শুধু,
যদি দেখা পাই তোমার।
উল্টে দিলো সব,
মনের ভেতর হা হা কার রব।
তুমি আসবে, গাড়ীতে চেপে,
রাজার মতো।
দুর থেকে দেখবো শুধু,
মনের ভেতর কি যে যন্ত্রনা,
তা বোঝাতে পারবো না।
তুমি তো আসবে,
লোকের কাঁধে চেপে,
আবার চলেও যাবে,
রাজার মতো,
আমায় একলা করে।
আমি থাকবো তোমার অপেক্ষায়,
নদীর পারে বসে,
ভ্যালেন্টাইন ডের বিকেলে।
বসে বসে ভাববো,
আমায় কেনো ফাঁকি দিলে?
চোখের জলে ভাসিয়ে,
রাজার মতো চলে গেলে।
শুন্যপানে চেয়ে থাকি শুধু,
যদি দেখা পাই তোমার।
No comments:
Post a Comment