অসময়ের বৃষ্টি
---------------------
পৌষের আকাশে মেঘ জমেছে,
ঝরছে সকাল বিকেল বৃষ্টি।
শীতল হাওয়া বইছে দেখো,
কি অপরূপ সৃষ্টি।
অসময়ের ঝমঝম বৃষ্টিতে ভিজলো সারা শহর,
ভিজলে তুমি, ভিজলাম আমি,
ভিজলো গায়ের চাদর।
ও পাড়ার মেয়েটা
এলো চুলে একলা ছাদের 'পরে দাঁড়িয়ে,
বৃষ্টিতে ভিজতে চায় সে।
গায়ের লাল ওড়নাটা উড়ছে আকাশে।
বৃষ্টির সাথে নৃত্য করে নি কতদিন,
মেঘের গর্জনে কেঁপে ওঠেনি,
আঁকড়ে ধরে নি তাঁর প্রানসখাকে।
অসময়ের বৃষ্টিতে ভিজতে চায় সে,
মেঘের গর্জনে কাঁপতে চায়, ঠিক আগের মতো,
আঁকড়ে ধরতে চায় আপনজনকে।
অসময়ের বৃষ্টি ঝাপটা মেরে
ভিজিয়ে দিলো তাঁকে,
মেঘের গর্জন কাঁপিয়ে দিয়ে গেলো।
আজ কেউ কাছে নেই,
যাকে আঁকড়ে ধরবে,
আজ সে একা,
একদম একা,
কেউ নেই সাথে তাঁর।।
১৮|১২|২০১৮
সময় :: রাত ১০|২২ মিনিট
No comments:
Post a Comment