Tuesday, February 19, 2019

আমার বাবা 
 ১৫/০২/২০১৯
সময় - বিকেল ৩.১৫ মিনিট

----------------------------------
বাবা, আজ সকালে,
ইচ্ছে ছিল 
তোমার কাঁধে চরি।
মাঠে গিয়ে,
তোমার সাথে একটুখানি খেলি।
ইস্কুলেতে পড়তে গিয়ে,
তোমার কথা ভাবি।
বাড়ি গিয়ে সবাই যখন, 
বাবার কোলে উঠবে,
খেলবে বাবার সাথে।
আমি তখন একলা ঘরে,
শুধাবো আমার মা'কে, 
"মা মা বাবা আসবে কবে?"
মা তখন, পিছন ফিরে,
নিজের দু'চোখ মুছবে,
আর বলবে, 
"তোর বাবা তো আর আসবে না ফিরে,
আমাদের এই ঘরে।
বাবা এখন আছে, 
আমাদের থেকে অনেক অনেক দূরে।"
আমি তখন ভাববো বসে, 
সত্যি কি কক্ষনো আমার বাবা আসবে না ফিরে,
আমাদের এই ভাঙা মাটির ঘরে।
বাবা এখন আছে, 
সেই তারাদের দেশে,
আমার দিকে তাকিয়ে আছে, 
মুখে মুচকি হেসে।
আমিও যখন হবো বড়,
যাবো সীমান্তের দেশে,
খুব মারবো, সেই লোকটাকে,
যে আমার বাবাকে পাঠিয়েছে,
ওই তারাদের দেশে।

আমার তুমি
১৮|০২|২০১৯
সময় :: রাত ১১টা
-----------------------------------------
ইচ্ছে ছিলো,
আজ বিকেলে তোমার কাছে যাই।
নদীর পারে বসে,
একান্তে দুজনে সময় কাটাই।
তোমার কাঁধে থাকবে আমার মাথা,
আর হাত থাকবে হাতের উপর।
আমি গাইবো গুনগুন করে,
তুমিও দেবে সুরের টান।
ইচ্ছে হলো,
আজ তোমার সাথে অনেক দুরে যাই।
দুজন দুজনাতে হারাই।
কিন্তু একটা ফোন,
উল্টে দিলো সব,
মনের ভেতর হা হা কার রব।
তুমি আসবে, গাড়ীতে চেপে,
রাজার মতো।
দুর থেকে দেখবো শুধু,
মনের ভেতর কি যে যন্ত্রনা, 
তা বোঝাতে পারবো না।
তুমি তো আসবে,
লোকের কাঁধে চেপে,
আবার চলেও যাবে, 
রাজার মতো, 
আমায় একলা করে।
আমি থাকবো তোমার অপেক্ষায়,
নদীর পারে বসে,
ভ্যালেন্টাইন ডের বিকেলে।
বসে বসে ভাববো,
আমায় কেনো ফাঁকি দিলে?
চোখের জলে ভাসিয়ে,
রাজার মতো চলে গেলে।
শুন্যপানে চেয়ে থাকি শুধু,
যদি দেখা পাই তোমার।

ফাগুনের হাওয়া
১৯/০২/২০১৯ 
সময় - দুপুর ১২টা 
-----------------------
ফাগুনের নরম হাওয়া,
বসন্তের রাতে!
ছড়িয়ে পড়ুক, 
তোমার মুখের 'পরে!!
তোমার চোখের 
নরম আলো, 
ছড়িয়ে পড়ুক; 
আমার মুখের 'পরে!!
স্বপ্নগুলোকে ধুয়ে নেবো
নরম আলোর স্রোতে
তুমি শুধু চাঁদ হয়ে
থেকো আমার সাথে!!
আমার মনের কষ্ট
থাকবে না কোনও দিন
যদি তোমার কাজল কালো চোখ
আমার দিকে চেয়ে থাকে চিরদিন!!
আমি থাকবো নীরব, নিস্তব্ধ 
ভালোবাসার কাঙ্গাল হয়ে!!
ফুল যখন শুকিয়ে যাবে 
ভালোবাসা তখনও থাকবে সাথে,
আমার মনের গভীরে!! 
আমি থাকবো বসে, তোমার অপেক্ষায়, 
তোমার শয্যা পাশে!!