রক্তের
রং
চারধারে
চাপচাপ
রক্ত,
নেতারা
খুঁজতে
ব্যস্ত
কে
তার
ভক্ত!
"দাদা
আমি
নিচে
আটকে
আছি,
আমাকে
বাঁচান!"
নেতা
তখন
বলছে,
"ডাকছে
যে,
সে
বিরোধী
দলের,
তাকিও
না,
ওর
দিকে!"
"আমার
দলের
যারা
চাপা
পড়েছে,
তাঁদের
ভালো
হাসপাতালে
নিয়ে
যাও,
ওরা
আমাকে
ভোট
দেবে,
আগামী
নির্বাচনে!"
ধ্বংস
স্তুপের
নিচ
থেকে
আর্তনাদ,
"একটু
জল
দেবে,
গলা
শুকিয়ে
যাচ্ছে,
আমাকে
বাঁচাও!"
নেতা
তখন
মাইক
হাতে
বলছেন,
"শুনুন,
যারা
মারা
গেছেন,
তাঁদের
পরিবার,
পাঁচ
লাখ
পাবে,
আহতদের
পরিবার
পাবে
দুলাখ,
আর
যাঁদের
সামান্য
চোট,
তাঁরা
পঞ্চাশ
হাজার!"
"দাদা
এই
যে
এইদিকে
আমি,
আমার
পরিবার
কত
পাবে,
আমার
যে
দুই
হাত
আর
দুই
পা
গেছে,
এখনও
বেঁচে
আছি,
যদি
চলে
যাই,
পাঁচ
লাখ
পাবো,
মেয়ের
বিয়ে
হয়ে
যাবে.."
নেতা
চলে
গেলেন,
রক্তের
রং
দেখে
গেলেন!
No comments:
Post a Comment