ফেলে
আসা স্মৃতি
চারিদিকে
শুধু নিস্তব্ধতা
ফেলে
আসা স্মৃতিগুলো
ফিরে ফিরে চেয়ে আছে
ফিরে ফিরে চেয়ে আছে
আমার
হৃদয়ের বাতাস
আজ
নতুন করে বইতে শুরু করেছে
তোমার
হৃদয়ের ঠাণ্ডা বাতাস
আজ
বইছে কিনা জানি না
কিছু
না জানা প্রশ্নে
কিছু
ভাষাহীন উত্তরে
কিছু
বাঁধাহীন বাঁধনে
অনুভব
করছি তোমায়
চারিধারে
শুধুই তুমি তুমি আর তুমি
আমার
হৃদয়ের বাতাস হয়ে তুমি থাকবে
তোমার
আমার স্বপ্ন গুলো ফিরে ফিরে
আসবে
No comments:
Post a Comment