ভয়ানক
রাত
---------------
সেদিন
ছিল ভালোবাসার দিন
রাত
বারোটা,
দাঁড়িয়ে
ছিল ছেলেটা
রেল
ষ্টেশনের কাছে
দিদি
ফিরবে কাজের থেকে,
সেই
দিদি
যে
মায়ের স্নেহ ভালবাসা দিয়ে
বড়
করেছে তাঁকে
দিদিকে
নিয়ে ফিরবে বাড়িতে
তারপর
রাতের
খাবার খাবে একসাথে
দিদিকে
নিয়ে ফিরছে যখন
মদ্যপ
যুবকের দল
ভোজালি
হাতে
পথ
আগলে দাঁড়িয়ে তখন
কিছু
বোঝার আগেই
পাশবিক
যুবকের হাতে
দিদি
হল বিবস্ত্র
খালি
হাতে ছেলেটা
হাতে
নেই কোনও অস্ত্র
তবুও
সহ্য করতে না পেরে
ঝাঁপিয়ে
পড়লো ছেলেগুলোর ওপরে
হঠাৎ
আর্তনাদ
“দিদিইইইইইইইইইইইইইইইই......”
নিস্তব্ধ
নিঝুম রাত
দূরে
গুটি কয়েক কুকুর ভয়ে আছে শিটিয়ে
আর
রক্তাক্ত
ছেলেটা মাটির ওপরে লুটিয়ে
ধারালো
ভোজালি দিয়ে
এফোঁড়
ওফোঁড় করে দিয়েছে
কেউ
নেই আশেপাশে
বিবস্ত্র
দিদি এক পাশে
আর
ভাই পরে রক্তাক্ত দেহে
ঘৃণ্য
সমাজ মুখ লুকিয়ে রাখে
No comments:
Post a Comment