Tuesday, January 16, 2018

একটু খানি....
-------------------
একটু খানি ঝগড়াঝাটি
একটু খানি মান
একটু খানি মনের কথা
একটু খানি ভালো লাগা গান।।

একটু খানি ঠোঁট ফোলানো
একটু খানি হাসি
একটু খানি সুখের কথা
বলতে ভালোবাসি।।

একটু খানি তাকিয়ে দেখা
একটু খানি সুখ
একটু খানি ভার করা মন
একটু খানি দুখ।।

একটু খানি মেঘলা আকাশ
একটু খানি বৃষ্টি
একটু খানি রোদ ঝলমল
একটু খানি সৃষ্টি।।

রক্তের রং
চারধারে চাপচাপ রক্ত,
নেতারা খুঁজতে ব্যস্ত
কে তার ভক্ত!
"দাদা আমি নিচে
আটকে আছি,
আমাকে বাঁচান!"
নেতা তখন বলছে,
"ডাকছে যে,
সে বিরোধী দলের,
তাকিও না, ওর দিকে!"
"আমার দলের যারা
চাপা পড়েছে,
তাঁদের ভালো হাসপাতালে নিয়ে যাও,
ওরা আমাকে ভোট দেবে,
আগামী নির্বাচনে!"

ধ্বংস স্তুপের নিচ থেকে আর্তনাদ,
"একটু জল দেবে,
গলা শুকিয়ে যাচ্ছে,
আমাকে বাঁচাও!"

নেতা তখন মাইক হাতে বলছেন,
"শুনুন, যারা মারা গেছেন,
তাঁদের পরিবার, পাঁচ লাখ পাবে,
আহতদের পরিবার পাবে দুলাখ, আর
যাঁদের সামান্য চোট,
তাঁরা পঞ্চাশ হাজার!"

"দাদা এই যে এইদিকে আমি,
আমার পরিবার কত পাবে,
আমার যে দুই হাত আর দুই পা গেছে,
এখনও বেঁচে আছি,
যদি চলে যাই, পাঁচ লাখ পাবো,
মেয়ের বিয়ে হয়ে যাবে.."

নেতা চলে গেলেন,
রক্তের রং দেখে গেলেন!

ভয়ানক রাত
---------------
সেদিন ছিল ভালোবাসার দিন
রাত বারোটা,
দাঁড়িয়ে ছিল ছেলেটা
রেল ষ্টেশনের কাছে
দিদি ফিরবে কাজের থেকে,
সেই দিদি
যে মায়ের স্নেহ ভালবাসা দিয়ে
বড় করেছে তাঁকে

দিদিকে নিয়ে ফিরবে বাড়িতে
তারপর
রাতের খাবার খাবে একসাথে

দিদিকে নিয়ে ফিরছে যখন
মদ্যপ যুবকের দল
ভোজালি হাতে
পথ আগলে দাঁড়িয়ে তখন

কিছু বোঝার আগেই
পাশবিক যুবকের হাতে
দিদি হল বিবস্ত্র
খালি হাতে ছেলেটা
হাতে নেই কোনও অস্ত্র
তবুও সহ্য করতে না পেরে
ঝাঁপিয়ে পড়লো ছেলেগুলোর ওপরে

হঠাৎ আর্তনাদ
দিদিইইইইইইইইইইইইইইইই......”
নিস্তব্ধ নিঝুম রাত
দূরে গুটি কয়েক কুকুর ভয়ে আছে শিটিয়ে
আর
রক্তাক্ত ছেলেটা মাটির ওপরে লুটিয়ে
ধারালো ভোজালি দিয়ে
এফোঁড় ওফোঁড় করে দিয়েছে

কেউ নেই আশেপাশে
বিবস্ত্র দিদি এক পাশে
আর ভাই পরে রক্তাক্ত দেহে
ঘৃণ্য সমাজ মুখ লুকিয়ে রাখে







  ফেলে আসা স্মৃতি

চারিদিকে শুধু নিস্তব্ধতা
ফেলে আসা স্মৃতিগুলো
ফিরে ফিরে চেয়ে আছে
আমার হৃদয়ের বাতাস
আজ নতুন করে বইতে শুরু করেছে
তোমার হৃদয়ের ঠাণ্ডা বাতাস
আজ বইছে কিনা জানি না
কিছু না জানা প্রশ্নে
কিছু ভাষাহীন উত্তরে
কিছু বাঁধাহীন বাঁধনে
অনুভব করছি তোমায়
চারিধারে শুধুই তুমি তুমি আর তুমি

আমার হৃদয়ের বাতাস হয়ে তুমি থাকবে
তোমার আমার স্বপ্ন গুলো ফিরে ফিরে আসবে