Saturday, July 21, 2012

হারিয়ে যাচ্ছে


আকাশে ঘন কালো মেঘ;
যে কোনও সময় বৃষ্টি আসবে,
ভাসিয়ে দেবে সব।
দুরের আকাশে
কিছু সাদা বক
সারিবদ্ধ ভাবে উড়ে যাচ্ছে
মনে হচ্ছে
সাদা জুঁই মালা
আকাশের বুকে
কেউ মেলে দিয়েছে।
অপু, আকাশের দিকে
অপলক দৃশটিতে তাকিয়ে আছে।
এমন দিনেই তো নদীর পারে,
নন্দিনীর দুই হাত ধরে
মনে মনে বলেছিল
ভালবাসি তোমায় আমি
নন্দিনী কিছু বলেনি মুখে,
শুধু দু চোখ দিয়ে জল গড়িয়ে
গাল বেয়ে পরেছিল।।
দুজনেই চুপ,
ঠিক তখন ঝম ঝম বৃষ্টি
শুরু হল।
আজ দুজনে ভিজবে,
তাই ছাতা আনেনি।  
যেই বিদ্যুৎ চমকাল,
নন্দিনী অপুকে জাপটে ধরল।
দুজনের চোখ বন্ধ
ঠোঁট একদম কাছাকাছি...
আর মনে নেই,
কেমন হারিয়ে যাচ্ছে।
দুরের আকাশে
কিছু সাদা বক
সারিবদ্ধ ভাবে উড়ে যাচ্ছে।

No comments: