আজ সকালে অফিস আসার সময়
তাকিয়ে দেখি
জটোলা হয়েছে রেল লাইনের ধারে
এগিয়ে দেখি
এক বৃদ্ধা নারী
পরনে ছেড়া সাদা শাড়ী
চোখের জলে ভিজেছে সেই শাড়ী
শুনলাম তার যোগ্য ছেলে
ওখানে বসিয়ে রেখে গেছে চলে
হায় কপাল, শুনি কি কারন?
কারন শুনে মানে না যে মন
জন্ম দিল,
বুকের দুধ দিল যে মা
তার কিনা ভাত কাপড় জোটে না?
এই কি সুযোগ্য পুত্রের নমুনা?
মাকে সে নাকি বলে
বসিয়ে দিলাম রেল লাইনের ধারে
নিয়ে যাবে তোমার মেয়ে, তার ঘরে
যদি নিয়ে না যায়
গলা দিয়ে দিও রেল লাইনের ‘পরে
এই কি সেই ছেলে?
যে কিনা মাকে না দেখলে
উঠত কেদে জোরে জোরে
মা তখন বুকের দুধ দিয়ে
করত শান্ত,
সেই ছেলে
আজ মাকে বলে
গলা দিয়ে দাও রেল লাইনের তলে?
বেচারি মা, তাও থানায় জানায় না,
বলে, “থানায় জানালে,
শাস্তি পাবে যে আমার ছেলে”
এখনো আমার ছেলে,
যে কিনা মাকে বলে,
গলা দিয়ে দাও রেল লাইনের তলে
No comments:
Post a Comment