Tuesday, July 10, 2012

দেখা হয়েছিল তোমার সাথে


আমি তখন ছাব্বিশ
তুমি হয়ত তেইশ
অফিস থেকে ফেরার পথে
দেখা হয়েছিল তোমার সাথে
সাদা চুরিদার পরনে ছিল তোমার
সবার মাঝে চোখে পরে আমার
কোনও কথা হয়নি
শুধুই চোখাচোখি
এইভাবে কাটল বেশ কিছুদিন
অনেকের মাঝে খুঁজতাম তোমায়
একদিন,
কেউ ছিল না বাস স্ট্যান্ডে
শুধু তুমি আর আমি
কেউ আসেনি?
জানতে চাইলাম আমি
তুমি বললে
এই তো আছি আমি
এটাই তো চেয়েছিলাম
স্বগতক্তি করলাম
তোমার আশায়
আমার হৃদয় আছে ছুঁয়ে
এমনি করেই চলছিল
হঠাৎ এক দমকা হাওয়া
সব ওলটপালট করে দিল
হারিয়ে গেলে তুমি
কোথায় আছো?
কেমন আছো?
জানা নেই আজ
হয়ত কোনও এক ভুলে
তুমি হারিয়ে গেলে
আজও অফিস থেকে ফেরার সময়
ভাবি
যদি দেখা হয় তোমার সাথে
কিছু সময় কাটাব দুজনে
হয়ত বা একান্ত গোপনে
ঠিক আগের মত
বৃথা চেষ্টা করে বাড়ি ফিরি
আবার পরদিন থাকি অপেক্ষায়
যদি তোমার সাথে দেখা হয়ে যায়

No comments: