Thursday, March 24, 2011

খুঁজে বেড়াই সাগরিকাকে

কোনও এক ভোরের বেলায়,

একলা বসে বালুকাবেলায়,

আপন মনে চেয়ে থাকি,

পূবাকাশে সুয্যিমামা দিচ্ছে উঁকি,

চারিধারে শুধু মানুষের ঢল,

তারই মাঝে করছে খেলা সাগরের জল,

ঢেউএর পরে ঢেউ আসে,

সুয্যিমামা চেয়ে হাসে,

লাফালাফি করে,

ছোটো বড়র দল।

মুগ্ধ চোখে চেয়ে দেখি,

পূব আকাশে ঊষার আলো,

নীল গগনে ছড়িয়ে দিলো,

সঙ্গে নিয়ে সাগরের ঢেউ,

আমার মনে ছড়িয়ে দিলো কেউ,

একলা বসে সাগরের তীরে।

খুঁজে বেড়াই আমার সাগরিকা রে,

পূবাকাশে রক্তিম ভাস্কর,

করজোড়ে করি নমস্কার,

রাঙ্গিয়ে দাও আমার মন কে,

সাত রাঙ্গা রামধনুর রঙে,
একলা বসে আপন মনে,

চেয়ে থাকি দূর নিলীমায়,

সাগর জলে স্নান করে,

কত সাগরিকা ঘুরে বেড়ায়,

সজল এলো চুলে, এই বালুকাবেলায়,

আমি খুঁজি আমার সাগরিকা রে,

খুঁজে পাই না তারে,

মানুষের ভিড়ে,

হারিয়ে গেছে কোন সুদূরে,

আসছে বছর আবার আসব ফিরে,

এই সাগর তীরে,

খুঁজতে আমার সাগরিকা রে।

Friday, March 11, 2011

কোথায় হারিয়ে গেলে

তুমি তো বেশ ছিলে আমার পাশে
আমার হাত টি ধরে
সুনামির ঢেউ এলো যেই
হারিয়ে গেলে সেই
আর খুজে পেলাম না তোমায়
তুমি আজ কোথায়
জানতে পারি না
খুব জানতে ইচ্ছে করে
ছিলাম আশায়
যদি দেখা যায় তোমায়
এই সুনামির জলে
আশায় আশায় বসে বসে
দিন চলে যায়
একের পর এক ঢেউ আসে
ভাবি,
তুমি এসে বসবে আমার পাশে
আজও ঢেউ এলে
যাই ছুটে এই আশায়

আজ ফাগুনের ভোরে

আজ ফাগুনের ভোরে,

তুমি যতই থাক দূরে,

জানি তুমি আসবে আমার কাছে,

বসবে এসে আমার পাশে,

আমায় ভালবেসে

পলাশ ফুটুক

শিউলি ফুটুক

ফুটুক হাসনুহানা

আজ যে আমার জীবনে

কিছুই ভাল লাগেনা

Sunday, March 6, 2011

তুমি আমার ফাগুন হাওয়া

তুমি আমার ফাগুন হাওয়া

তুমি আমার ভাটিয়ালি গান

তুমি আমার হারিয়ে যাওয়া

কালনাগিনির বিস

তুমি আমার সকাল বেলার

দোয়েল পাখির শীষ

তুমি আমার জ্যোৎস্না রাতের

আকাশ ভরা চন্দ্রিমা

তুমি আমার সূর্‍য্য রাঙ্গা

সাকাল বেলার রক্তিমা

তুমি আমার শান্ত নীরে

সাস্বাতি বান্দনা

তুমি আমার নদীর জলে

একটু চঞ্চলতা

তুমি আমার হারিয়ে যাওয়া

নদীর জল

তুমি আমার ফিরে পাওয়া

আনন্দ উচ্ছল

তোমাতে হারিএ যেতে ইচ্ছে করে

ওই দূর দিগন্ত পারে

Thursday, February 17, 2011

সমাজ মুখ লুকিয়ে হাসে

রাত বারোটা

দাড়িয়ে ছিল ছেলেটা

রেল লাইনের ধারে

দিদি ফিরবে কাজের থেকে

এই আশা নিএ।

দিদিকে নিএ ফিরবে বাড়ি

তারপর,

রাতের খাবার খাবে এক সাথে

দিদিকে নিএ ফিরছে যখন,

মাদ্যপ যুবকের দল

ভোজালি হাতে

পথ আগলে দাড়িয়ে তখন।

কিছু বুঝে ওঠার আগেই

পাসবিক যুবকের হাতে

দিদি হল বিবস্ত্র

ছেলেটার হাতে

ছিল না কোনও অস্ত্র

তবু সহ্য করতে না পেরে

ঝাপিয়ে পরল সে ছেলেগুলোর ওপর

ধারাল ভোজালি

করে দিলে তার পেট এফোড় ওফোড়

সব চুপ চাপ

কেউ নেই চারিপাশে

গুটি কয়েক কুকুর

বিবস্ত্র দিদি পরে এক পাশে

আর ভাই পরে রক্তাক্ত দেহে

সমাজ মুখ লুকিয়ে হাসে।

FAGUNER ALOSH HAWA.


Faaguner alosh hawa
Basonter raate
Chhorie poruk
Tomar kalo chuler pore
Tomar chokher
Narom josna alo
Chhorie poruk
Amar mukher pore
Kasto gulo naie nebo
Tomar josna alor srote
Tumi sudhu chand hoye
Theko amar sathe
Amar ei kasto
Thakbe na konodino
Jodi tomar jyosna bhora chokh
Thake amar dike cheye
Amar ei dukhyo
Thakbe na konodino
Jodi nodi hoye tumi
Dhue dao kaster kalima khani
Ami thaki nirob
Nistabdho
Bhalobashar kangal hoye
Jakhon sukie jabe bhalobashar mala
Jhore jaabe ful eke eke
Gandhohin sukno mala pore
Ami jege thakbo tomar sojja pashe

Tuesday, February 15, 2011

HAATCHHANI DIE DAAKE...

Sedin bikele,

Beriechhilam,

Biyebari jabo bole.

Uthlam bohu porichito

Smriti bijorito ek bus’e

Bus’er seatguli amay dekhe hashe

Bollo amay “babu,

Amra je sob bhirer thelay kabu”

Chena conductor’ti bollo heshe

“Aj etodin pore, ei bus’e?”

“Purono smriti ankre dhore

Uthe porlam” bollam ami

Kemon achho tumi?

“Achhi bhalo,

Katodin holo,

Tumi asho na

Shei didimonio ar ashena

Sob kemon hoye gelo”

“Shei didi bhalo ache?

Je roj bosto apnar pashe?”

Fire gelam ek jug age

Bhabte kemon lage

Roj sakale

Amra dujone ek bus’e ek sathe

Jetam karmosthole

Bikele ferar pathe

Abar ek sathe

Kato katha

Badam bhaja khawa

Swpaner jagote harie jawa

Sob kemon elomelo

Ekta domka hawa

Sob urie nie gelo

Gantobyosthol eshe gelo

Amio gelam neme

Samay thake na theme

Tobu smriti ajo amay

Haatchhani die daake