Friday, October 26, 2012

অবশেষে,


অবশেষে,
দেখা পেলাম তোমার
কত জনম পরে
নীল সাগরের তীরে
নীলাম্বরি শাড়ি পড়ে
এল চুলে
দাঁড়িয়ে ছিলে
উদাস চোখে
আমাকে দেখে
সম্বিত ফিরে পেলে

অবশেষে,
তুমি কথা বললে
হেসে হেসে
বসলে এসে
আমার পাশে
সাগর পারে
পরন্ত বিকেলে

ঢেউয়ের পড়ে
ঢেউ এল যেই
তাকিয়ে দেখি
নেই তুমি নেই

No comments: