Friday, October 26, 2012

আজও হাতছানি দিয়ে ডাকে

শিউলি ফুল ফুটেছিল,
বাবুদের বাগানে
ছোট্ট মেয়েটা,
লাল জামা পরে,
মাথায় দুই বিনুনি ঝুলিয়ে,
এসেছিল ফুল তুলতে।।

বারান্দায় দাঁড়িয়ে ছিল,
বাবুর ছোটছেলে,
হাফ প্যান্ট আর নতুন জামা পড়ে
এক দৃষ্টে তাকিয়ে ছিল,
ছোট্ট মেয়েটির দিকে

হঠাৎ মেয়েটার চোখ গেলো,
বাবুদের বারান্দার দিকে
তাকিয়ে দেখে,
ছোট্ট ছেলেটি, এক দৃষ্টে তাকে দেখে
ফুলের সাজি হাতে,
মেয়েটি ছেলেটিকে হাতছানি দিয়ে ডাকে

দৌড়ে ছেলেটি যায়,
শিউলি গাছের নীচে
এক সাথে দুজনে ফুল তুলে নিয়ে আসে
অঞ্জলি দেবে মায়ের পায়ে

এই ভাবে প্রতি বছর,
দুজনে ফুল তুলে নিয়ে আসে,
এক সাথে অঞ্জলি দেয় মায়ের পায়ে
তারপর পাশাপাশি বসে, 
মায়ের পূজা দেখে

এইভাবে কেটে গেল কতগুলি বছর,
এখন ছেলেটা থাকে বিদেশে
আর সেই ছোট্ট মেয়েটা
চলে গেছে,
অন্য কারও ঘরে,
সংসারি মেয়ের বেশে

আজও শরতের রঙ্গিন সকালে
সেই ছোট্ট মেয়েটা
হাতছানি দিয়ে ডাকে
ছেলেটা পাগলের মত ছুটে যায়,
শিউলি তলায়
মনে মনে ভাবে,
যদি সেই মেয়েটার দেখা পায়

পায় না খুঁজে সেই মেয়েটিকে,
আজও যে হাতছানি দিয়ে ডাকে




No comments: