Friday, October 26, 2012

অন্তহীন অপেক্ষা


সপ্তমির সকালে তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল,
হল না ছোঁয়া।
ইচ্ছে ছিল তোমার ঠোঁটে আমার ঠোঁট রেখে
কাটিয়ে দেব কিছু সময়।।

অপেক্ষায় ছিলাম কখন তোমাকে একলা পাব
নিজের মত করে দেখব তোমায়,  
কিছুতেই তোমাকে একলা পেলাম না।।
সকাল থেকে দুপুর হল, দুপুর থেকে রাত
আশায় ছিলাম পাব তোমার সাথ,
পেলাম না ... হলাম আশাহত

হল না আমার আশা পুরন...

অষ্টমির সকালে চোখ বন্ধ করে অঞ্জলি দিচ্ছিলাম,
তোমার ডান বাহু আমার বাম বাহুতে ঠেকেছিল,
হঠাৎ তাকিয়ে দেখি, পাশে তুমি।
আনন্দ হল খুব,
একটা উষ্ণতা অনুভব করলাম।
ইচ্ছে ছিল,  
মন্ডপের আড়ালে তোমাকে নিয়ে যাব,
তোমার নরম ঠোঁটে আমার ঠোঁট রাখব,
কিছু সময় কাটিয়ে দেব।
সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে রাত
কেন তুমি থাকলে না আমার সাথে সাথ, বুঝিনি।।

হল না আমার আশা পুরন...
গভীরভাবে আশাহত হলাম।।

আশায় ছিলাম, নবমীর নিশুতি রাতে
তোমায় নিজের করে পাব
আশায় মন্ডপে কেটে গেল রাত
নবমী নিশি চলে গেল
মায়ের বিদায় ঘন্টা বাজল

আসছে বছর আবার মা আসবে
তুমিও আসবে
দেখা হয়ত হবে, কিন্তু ছুঁয়ে দেখা
হবে না বোধ হয়
আশায় থাকব, যদি ছুঁয়ে দেখা যায় তোমায়।।

অবশেষে,


অবশেষে,
দেখা পেলাম তোমার
কত জনম পরে
নীল সাগরের তীরে
নীলাম্বরি শাড়ি পড়ে
এল চুলে
দাঁড়িয়ে ছিলে
উদাস চোখে
আমাকে দেখে
সম্বিত ফিরে পেলে

অবশেষে,
তুমি কথা বললে
হেসে হেসে
বসলে এসে
আমার পাশে
সাগর পারে
পরন্ত বিকেলে

ঢেউয়ের পড়ে
ঢেউ এল যেই
তাকিয়ে দেখি
নেই তুমি নেই

আজও হাতছানি দিয়ে ডাকে

শিউলি ফুল ফুটেছিল,
বাবুদের বাগানে
ছোট্ট মেয়েটা,
লাল জামা পরে,
মাথায় দুই বিনুনি ঝুলিয়ে,
এসেছিল ফুল তুলতে।।

বারান্দায় দাঁড়িয়ে ছিল,
বাবুর ছোটছেলে,
হাফ প্যান্ট আর নতুন জামা পড়ে
এক দৃষ্টে তাকিয়ে ছিল,
ছোট্ট মেয়েটির দিকে

হঠাৎ মেয়েটার চোখ গেলো,
বাবুদের বারান্দার দিকে
তাকিয়ে দেখে,
ছোট্ট ছেলেটি, এক দৃষ্টে তাকে দেখে
ফুলের সাজি হাতে,
মেয়েটি ছেলেটিকে হাতছানি দিয়ে ডাকে

দৌড়ে ছেলেটি যায়,
শিউলি গাছের নীচে
এক সাথে দুজনে ফুল তুলে নিয়ে আসে
অঞ্জলি দেবে মায়ের পায়ে

এই ভাবে প্রতি বছর,
দুজনে ফুল তুলে নিয়ে আসে,
এক সাথে অঞ্জলি দেয় মায়ের পায়ে
তারপর পাশাপাশি বসে, 
মায়ের পূজা দেখে

এইভাবে কেটে গেল কতগুলি বছর,
এখন ছেলেটা থাকে বিদেশে
আর সেই ছোট্ট মেয়েটা
চলে গেছে,
অন্য কারও ঘরে,
সংসারি মেয়ের বেশে

আজও শরতের রঙ্গিন সকালে
সেই ছোট্ট মেয়েটা
হাতছানি দিয়ে ডাকে
ছেলেটা পাগলের মত ছুটে যায়,
শিউলি তলায়
মনে মনে ভাবে,
যদি সেই মেয়েটার দেখা পায়

পায় না খুঁজে সেই মেয়েটিকে,
আজও যে হাতছানি দিয়ে ডাকে