Friday, December 21, 2018

অসময়ের বৃষ্টি --------------------- পৌষের আকাশে মেঘ জমেছে, ঝরছে সকাল বিকেল বৃষ্টি। শীতল হাওয়া বইছে দেখো, কি অপরূপ সৃষ্টি। অসময়ের ঝমঝম বৃষ্টিতে ভিজলো সারা শহর, ভিজলে তুমি, ভিজলাম আমি, ভিজলো গায়ের চাদর। ও পাড়ার মেয়েটা এলো চুলে একলা ছাদের 'পরে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজতে চায় সে। গায়ের লাল ওড়নাটা উড়ছে আকাশে। বৃষ্টির সাথে নৃত্য করে নি কতদিন, মেঘের গর্জনে কেঁপে ওঠেনি, আঁকড়ে ধরে নি তাঁর প্রানসখাকে। অসময়ের বৃষ্টিতে ভিজতে চায় সে, মেঘের গর্জনে কাঁপতে চায়, ঠিক আগের মতো, আঁকড়ে ধরতে চায় আপনজনকে। অসময়ের বৃষ্টি ঝাপটা মেরে ভিজিয়ে দিলো তাঁকে, মেঘের গর্জন কাঁপিয়ে দিয়ে গেলো। আজ কেউ কাছে নেই, যাকে আঁকড়ে ধরবে, আজ সে একা, একদম একা, কেউ নেই সাথে তাঁর।। ১৮|১২|২০১৮ সময় :: রাত ১০|২২ মিনিট
********* ফিরে দেখা ***********
---------------------------------------
কুড়ি বছর পরে
আবার রোদে পিঠ দিয়ে
দুজনে মুখোমুখি বসা। 
শীতের দুপুরে,
কমলা লেবু ছাড়িয়ে 
দুজন দুজনের মুখে তুলে দেওয়ার মধ্যে 
এক অনাবিল আনন্দের খোঁজ পাওয়া যায়।
শীতল বাতাসে অবাধ্য খোলা চুল, 
কপালে এসে পড়ছে বারে বারে।।
গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে,
দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকা।
আজ থেকে কুড়ি বছর আগেও
এমনি এক শীতের দুপুরে,
রোদে পিঠ দিয়ে, 
দুজনের মুখোমুখি বসে থাকা। 
তখন বয়স অল্প,
কলেজের ক্লাস শেষ হবার পরে,
দুজনের সেই নদীর পারে গিয়ে বসা।
চোখে অনেক না দেখা স্বপ্ন,
মনে ভীর করে আসত।
সন্ধ্যে নামলে, দুজন দুজনকে ছেড়ে,
ঘরে ফিরে যাওয়া।
আবার পরদিন দেখা হবে, এই আশায়, 
বাড়ি ফেরা।
এই ভাবেই একদিন, বাড়ি ফেরার পরে,
পরদিন আর দেখা হোল না দুজনের।
কোন এক অজানা ঝড় সব ওলট পালট করে দিল।
কুড়ি বছর পরে,
আবার আজ রোদে পিঠ দিয়ে,
মুখোমুখি বসা, পুরনো স্মৃতিকে উস্কে দিলো।
ভাঙা হৃদয়ে, আবার প্রানের সঞ্চার হল।

২১/১২/২০১৮
সময় - দুপুর ১ টা ৫০ মিনিট