নীলকন্ঠ পাখী, নীল আকাশে উড়ে বেড়ায়
Tuesday, June 5, 2012
ফেলে আসা দিন
ভাঙা ইটের টুকরো নিয়ে
বাড়ির উঠানে তোর সাথে
,
এক্কাদোক্কা খেলেছি
।
দুপুরে রঙিন কাগজ কেটে
তোর পায়ের নূপুর বানিয়েছি
,
তোর এক পায়ে লাফানো
দেখতে বেশ লাগত
,
নূপুরের নিক্কন শোনা যেত
।
গরমের দুপুরে তুই আমি দুজনে
আম কাসুন্দি নিয়ে
ছুটে যেতাম আম বাগানে
এমন ভাব করতাম
,
যেন কেউ না দেখে
।
দুপুর গরিয়ে বিকেল হয়ে যেত
,
তবুও আম কাসুন্দি শেষ হত না
।
*******************
এখনো
দুপুর কাটে
স্তরের
উপর
স্তর
;
সময়ের পরে সময়
একদম নিয়ম মাফিক
তবুও খুঁজি সেই দিনগুলি
,
নূপুরের নিক্কন আজও কানে বাজে
আজও দুপুরে একলা বসে
আম কাসুন্দি হাতে
ছুটে যাই আম বাগানে
গাছেরা হাওয়া দেয়
পাখিরা গান গায়
ক্লান্ত পথিক গাছের নীচে বসে
সবই চলে নিয়মমাফিক
শুধু তুই থাকিস না সাথে
।।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment