Thursday, March 24, 2011

খুঁজে বেড়াই সাগরিকাকে

কোনও এক ভোরের বেলায়,

একলা বসে বালুকাবেলায়,

আপন মনে চেয়ে থাকি,

পূবাকাশে সুয্যিমামা দিচ্ছে উঁকি,

চারিধারে শুধু মানুষের ঢল,

তারই মাঝে করছে খেলা সাগরের জল,

ঢেউএর পরে ঢেউ আসে,

সুয্যিমামা চেয়ে হাসে,

লাফালাফি করে,

ছোটো বড়র দল।

মুগ্ধ চোখে চেয়ে দেখি,

পূব আকাশে ঊষার আলো,

নীল গগনে ছড়িয়ে দিলো,

সঙ্গে নিয়ে সাগরের ঢেউ,

আমার মনে ছড়িয়ে দিলো কেউ,

একলা বসে সাগরের তীরে।

খুঁজে বেড়াই আমার সাগরিকা রে,

পূবাকাশে রক্তিম ভাস্কর,

করজোড়ে করি নমস্কার,

রাঙ্গিয়ে দাও আমার মন কে,

সাত রাঙ্গা রামধনুর রঙে,
একলা বসে আপন মনে,

চেয়ে থাকি দূর নিলীমায়,

সাগর জলে স্নান করে,

কত সাগরিকা ঘুরে বেড়ায়,

সজল এলো চুলে, এই বালুকাবেলায়,

আমি খুঁজি আমার সাগরিকা রে,

খুঁজে পাই না তারে,

মানুষের ভিড়ে,

হারিয়ে গেছে কোন সুদূরে,

আসছে বছর আবার আসব ফিরে,

এই সাগর তীরে,

খুঁজতে আমার সাগরিকা রে।

Friday, March 11, 2011

কোথায় হারিয়ে গেলে

তুমি তো বেশ ছিলে আমার পাশে
আমার হাত টি ধরে
সুনামির ঢেউ এলো যেই
হারিয়ে গেলে সেই
আর খুজে পেলাম না তোমায়
তুমি আজ কোথায়
জানতে পারি না
খুব জানতে ইচ্ছে করে
ছিলাম আশায়
যদি দেখা যায় তোমায়
এই সুনামির জলে
আশায় আশায় বসে বসে
দিন চলে যায়
একের পর এক ঢেউ আসে
ভাবি,
তুমি এসে বসবে আমার পাশে
আজও ঢেউ এলে
যাই ছুটে এই আশায়

আজ ফাগুনের ভোরে

আজ ফাগুনের ভোরে,

তুমি যতই থাক দূরে,

জানি তুমি আসবে আমার কাছে,

বসবে এসে আমার পাশে,

আমায় ভালবেসে

পলাশ ফুটুক

শিউলি ফুটুক

ফুটুক হাসনুহানা

আজ যে আমার জীবনে

কিছুই ভাল লাগেনা

Sunday, March 6, 2011

তুমি আমার ফাগুন হাওয়া

তুমি আমার ফাগুন হাওয়া

তুমি আমার ভাটিয়ালি গান

তুমি আমার হারিয়ে যাওয়া

কালনাগিনির বিস

তুমি আমার সকাল বেলার

দোয়েল পাখির শীষ

তুমি আমার জ্যোৎস্না রাতের

আকাশ ভরা চন্দ্রিমা

তুমি আমার সূর্‍য্য রাঙ্গা

সাকাল বেলার রক্তিমা

তুমি আমার শান্ত নীরে

সাস্বাতি বান্দনা

তুমি আমার নদীর জলে

একটু চঞ্চলতা

তুমি আমার হারিয়ে যাওয়া

নদীর জল

তুমি আমার ফিরে পাওয়া

আনন্দ উচ্ছল

তোমাতে হারিএ যেতে ইচ্ছে করে

ওই দূর দিগন্ত পারে