রাত বারোটা
দাড়িয়ে ছিল ছেলেটা
রেল লাইনের ধারে
দিদি ফিরবে কাজের থেকে
এই আশা নিএ।
দিদিকে নিএ ফিরবে বাড়ি
তারপর,
রাতের খাবার খাবে এক সাথে
দিদিকে নিএ ফিরছে যখন,
মাদ্যপ যুবকের দল
ভোজালি হাতে
পথ আগলে দাড়িয়ে তখন।
কিছু বুঝে ওঠার আগেই
পাসবিক যুবকের হাতে
দিদি হল বিবস্ত্র
ছেলেটার হাতে
ছিল না কোনও অস্ত্র
তবু সহ্য করতে না পেরে
ঝাপিয়ে পরল সে ছেলেগুলোর ওপর
ধারাল ভোজালি
করে দিলে তার পেট এফোড় ওফোড়
সব চুপ চাপ
কেউ নেই চারিপাশে
গুটি কয়েক কুকুর
বিবস্ত্র দিদি পরে এক পাশে
আর ভাই পরে রক্তাক্ত দেহে
সমাজ মুখ লুকিয়ে হাসে।